
নিউজ ডেস্ক: রাজবাড়ীর কালুখালীতে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দু’জন নিহত হয়েছে। তারা হলেন- প্রাইভেটকারের চালক মানিকগঞ্জ সদর উপজেলার স্বরূপা গ্রামের হাচেন মোল্লার ছেলে মনির আহমেদ (৩২) ও যাত্রী টাঙ্গাইল জেলার মীর্জাপুর এলাকার মজনু কাজীর ছেলে রিপন কাজী। বুধবার মাঝরাতে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শ্যামসুন্দরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
কালুখালী থানা পুলিশ সূত্র জানায়, রিপন প্রাইভেটকারে করে তার শ্বশুরবাড়ি কালুখালী উপজেলার লাড়িবাড়ি যাচ্ছিলেন। পথে কারটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ ঘটনা ঘটে।
কালুখালী থানার ওসি এসএম আবু ফরহাদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কালুখালী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দু’টি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শেয়ার করে সবাইকে জানিয়ে দিন :